বৃহস্পতিবার ১২ আগস্ট ২০২১ - ১৪:২৪
এমন একটি চক্ষু যা কেয়ামতের দিন ক্রন্দন করবে না

হাওজা / যে চক্ষু ইমাম হুসাইন (আ:) - এর শোকে ক্রন্দন করেছে কিয়ামতের দিন তাকে স্বর্গীয় সুখের সুসংবাদ দেওয়া হবে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মহানবী (সা:) এক হাদীসে ইমাম হুসাইন (আ) - এর জন্য ক্রন্দনরত চক্ষুর শুভ পরিণতির দিকে ইঙ্গিত করেছেন।

নিম্নলিখিত হাদীসটি "বিহারুল আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে। এই বর্ণনার পাঠ্য নিম্নরূপ:

আল্লাহর রাসূল (স:) থেকে বর্ণিত:

یا فاطِمَةُ! کُلُّ عَیْنٍ باکِیَهٌ یَوْمَ الْقیامَةِ اِلاّ عَیْنٌ بَکَتْ عَلى مُصابِ الْحُسَینِ فَاِنِّها ضاحِکَةٌ مُسْتَبْشِرَةٌ بِنَعیمِ الْجَنّةِ

হে ফাতেমা জান! কিয়ামতের দিন প্রতিটি চক্ষু ক্রন্দন করবে কিন্তু ওই চক্ষু ক্রন্দন করবে না যে চক্ষু ইমাম হুসাইন (আ:) - এর শোকে ক্রন্দন করেছে এবং ওই চক্ষু কিয়ামতের দিন খুশি হবে এবং তাকে স্বর্গীয় সুখের সুসংবাদ দেওয়া হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha